Home / রাজনীতি / ৮ নভেম্বর ঢাকায় বিশাল র‍্যালি করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

৮ নভেম্বর ঢাকায় বিশাল র‍্যালি করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর শুক্রবার ঢাকায় বিশাল র‍্যালি করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ঐ দিন ব্যাপক, সুশৃঙ্খল এবং আড়ম্বরপূর্ণ র‍্যালি হবে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। র‍্যালিতে ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানিয়েছেন এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ৮ তারিখ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা ৩টায় নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হবে। সেখানে বিএনপির নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করবে। সেখানে অংশ নেবে ঢাকার জনগণ। এটি এমন একটি র‍্যালি হবে, যা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের কথা মনে করিয়ে দেবে।

ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও মহানগরীর তাদের মতো করে র‍্যালি করবে। এছাড়াও কর্মসূচির মধ্যে আসছে ৬ নভেম্বর আলোচনা সভা, ৭ নভেম্বর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং ৮ নভেম্বর জাতীয় র‍্যালি করবে বিএনপি।

এর আগে আগামী ৮ নভেম্বর ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি উপলক্ষে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভা করেন ডা. জাহিদ হোসেন। যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শ্রমিক দলের সমন্বয়নকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজুন, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সাবেক সদস্য সচিব আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Check Also

নতুন ইসি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আশা বিএনপির

শেরপুর নিউজ ডেস্ক: নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + seventeen =

Contact Us