সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / জাতিকে বিভক্ত করে উন্নয়ন সম্ভব না : মির্জা আব্বাস

জাতিকে বিভক্ত করে উন্নয়ন সম্ভব না : মির্জা আব্বাস

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না। আমরা বলছি জাতিকে বিভক্ত করে দেশে উন্নয়ন সম্ভব না।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অন্তর্বতী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের পরিস্থিতি ঘোলাটে।

পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। আমার বিশ্বাস এই সরকার পরিস্থিতি উন্নয়ন করবে। আমরাও বিশ্বাস করতে চাই আপনারা এমন কিছু করবেন না যাতে জাতি আস্থা হারায়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলামের কলিমের সভাপতিত্বে অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, প্রজম্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজিসহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত:ড. হাছান মাহমুদ

শেরপুর নিউজ ডেস্ক: দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + twenty =

Contact Us