Home / খেলাধুলা / জাতীয় ক্রিকেট দলের সিনিয়র কোচ হলেন সালাউদ্দিন

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র কোচ হলেন সালাউদ্দিন

শেরপুর নিউজ ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সিনিয়র কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের খ্যাতনামা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দুই দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করা সালাউদ্দিন, এবার বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন। এই চুক্তি অনুযায়ী, সালাউদ্দিন আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবি সূত্রে জানা গেছে, মোহাম্মদ সালাউদ্দিন একজন অত্যন্ত অভিজ্ঞ কোচ। ২০০৬-২০১০ পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এরপর বিভিন্ন সময় দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সফল কোচ হিসেবে তিনি বেশ পরিচিত। সালাউদ্দিনের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাধিক শিরোপা লাভ করেছে। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগেও তার কোচিংয়ে বেশ কয়েকবার শিরোপা জিতেছে ক্লাবগুলো।

বিসিবি প্রধান ফারুক আহমেদ মোহাম্মদ সালাউদ্দিনের নিয়োগ প্রসঙ্গে বলেন, “আমি যখনই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি, তখন থেকেই আমি শপথ নিয়েছি যে যোগ্য লোকদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হবে। সালাউদ্দিনের অভিজ্ঞতা, বেড়ে ওঠার পরিবেশ এবং জ্ঞান তাকে এই পজিশনের জন্য উপযুক্ত করে তুলেছে। আমি বিশ্বাস করি, এটি সময়ের দাবী যে যোগ্য বাংলাদেশি কোচদের জাতীয় দলের সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক।”

মোহাম্মদ সালাউদ্দিনের বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি, দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। তার অভিজ্ঞতা এবং গভীর ক্রিকেট জ্ঞানের ফলে, জাতীয় দলের বিভিন্ন ক্রিকেটারদের উন্নতির জন্য অনেক সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Check Also

২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ইরান

শেরপুর নিউজ ডেস্ক: এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =

Contact Us