সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / থাইল্যান্ডে যেতে লাগবে না ভিসা

থাইল্যান্ডে যেতে লাগবে না ভিসা

শেরপুর নিউজ ডেস্ক :
থাইল্যান্ডে যেতে ভারতের কোনো নাগরিকের ভিসা লাগবে না। মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে থাই পর্যটন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সম্প্রতি নতুন প্রকল্প গ্রহণ করেছে থাইল্যান্ড। যার আওতায় ভিসা ছাড়া টানা ৬০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন ভারতীয় পর্যটকরা। পরে আরো বেশিদিন থাকার প্রয়োজন হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ট্যাট জানিয়েছেন, থাইল্যান্ডে ভ্রমণ ও অন্যান্য পরিষেবার জন্যও ভারতীয় পর্যটকদের আর ভিসার প্রয়োজন হবে না।

ভারতীয়দের কাছে ভ্রমণ গন্তব্য হিসেবে বেশ জনপ্রিয় থাইল্যান্ড। থাই সরকারি উপাত্ত অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটিতে ৯৪ লাখ বিদেশি পর্যটক গেছেন। এতে বছরের প্রথম প্রান্তিকে (৩ মাস) ১ হাজার ২৪০ কোটি ডলার আয় হয়েছে। এই পর্যটকদের বড় অংশই ভারতীয়।

এর আগে গত মে মাসে ভারতের পর্যটকদের জন্য অস্থায়ী ভিসা প্রকল্প চালু করে থাই সরকার। যার মেয়াদ শেষ হবে আগামী ১১ মে। যে দিন এই প্রকল্প শেষ হবে, সেদিন থেকেই নতুন পদক্ষেপ কার্যকর করবে থাই সরকার।

Check Also

হরিণী আমারাসুরিয়াকে ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর শিক্ষাবিদ হরিণী আমারাসুরিয়াকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =

Contact Us