সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ফলাফলের অপেক্ষায় পুরো বিশ্ব ইতিহাসের পথে যুক্তরাষ্ট্র

ফলাফলের অপেক্ষায় পুরো বিশ্ব ইতিহাসের পথে যুক্তরাষ্ট্র

শেরপুর নিউজ ডেস্ক :
কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? আগামী ২০ জানুয়ারি কার হাতে আমেরিকার ক্ষমতা। তবে যেই এবার সাদা বাড়ির বাসিন্দা হোন না কেন যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস তৈরি করবেন তিনি। সেই প্রথম প্রশস্ত করতে গতকাল সকাল থেকে ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। এখন শুধু ফলাফলের অপেক্ষা। কেবল মার্কিনীরাই নন, গোটা বিশ্বের মানুষ একই অপেক্ষায় প্রহর গুনছেন। মধ্যরাতের প্রথম ভোটে দুই প্রার্থীই তিনটি করে ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের সারাদিন রেডিও সাক্ষাত্কারে ব্যস্ত ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সশরীরে ফ্লোরিডার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন। হোয়াইট হাউজ থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ভোট কেন্দ্রে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক ভোট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ইতিহাসের পথে যুক্তরাষ্ট্র

জয়ী হলে কমলা হ্যারিস দেশটির স্বাধীনতার পর আড়াইশ’ বছরের ইতিহাসে এবং নারীরা ভোটাধিকার পাওয়ার ১০৪ বছরের ইতিহাসে প্রথম নারী, কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট হবেন। যদি ট্রাম্প জেতেন, তাহলে দুই বার অভিশংসনের ধাক্কা পেরিয়ে প্রথম পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট হবেন তিনি। অর্থাৎ যেই জিতুক, তা হবে নতুন ইতিহাস। মার্কিন বিশেষজ্ঞরা আশংকা করছেন, ট্রাম্প জিতলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কিন্তু তিনি হারলে দেশে দাঙ্গার আশংকা দানা বাঁধছে। কারণ গত মার্চেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি হারলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবেন। আরও আশংকা করা হচ্ছে, ট্রাম্প চূড়ান্ত ফলাফলের আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন। সত্যিই এরকম পরিস্থিতি হলে তাও হবে দেশটির গণতন্ত্রের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর কারচুপির অভিযোগ তুলে ট্রাম্প সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিল। সেই দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলাও হয়। সেই মামলার বোঝা মাথায় নিয়েই ট্রাম্প নির্বাচনে লড়াই করেছেন।

ফলাফলের অপেক্ষায় গোটা বিশ্ব

মার্কিন নির্বাচনকে পুরো বিশ্বব্যবস্থা নির্ধারণের ভোট হিসেবে দেখা হয়। ফলে কেবল মার্কিনীরা নন, সারা বিশ্বের সচেতন মানুষই এক হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় আছেন। ট্রাম্প এবং কমলার মধ্যে এবারের লড়াই দেশটির নির্বাচনি ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। সম্ভাব্য সেই পরিস্থিতিতে ৫০টি রাজ্যের ভোটের পূর্ণাঙ্গ ফল কখন সরকারিভাবে ঘোষণা হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট ভোটেও ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। নেভাদাসহ কয়েকটি রাজ্যের ভোটগণনায় জটিলতার কারণে পিছিয়ে গিয়েছিল ফল ঘোষণা। সেবার ভোটগ্রহণ হয়েছিল ৩ নভেম্বর। সরকারিভাবে ইলেকটোরাল কলেজের ভোটের ফল ঘোষণা হয়েছিল ৭ নভেম্বর। ২০১২ এবং ২০১৬ সালে অবশ্য ভোটের ফলঘোষণা হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যেই। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প এবং কমলার মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হয় না। ফেডারেল পর্যায়ে নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজিত নির্ধারিত হবে এক একটি রাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে। যে রাজ্যে ভোটার সংখ্যা বেশি, সেখানে ভোটদান এবং গণনায় সময়ও বেশি লাগে।

মেইন এবং নেব্রাসকা বাদে বাকি সবগুলি রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ করলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সেই প্রার্থীর রানিং মেট হয়ে যাবেন ভাইস-প্রেসিডেন্ট। আগামী ১৩ ডিসেম্বর ইলেকটররা সংশ্লিষ্ট রাজ্যের রাজধানীতে জড়ো হয়ে তাদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন। তবে এর আগেই সরকারিভাবে ফল ঘোষণা হবে।

রাজ্যের নির্বাচন কর্তৃপক্ষকে ১১ ডিসেম্বরের মধ্যে ফলাফল ফেডারেল কর্তৃপক্ষকে হস্তান্তর করতে হয়। আর ২৫ ডিসেম্বরের মধ্যে সিনেট সভাপতিকে (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস) প্রতিটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটের সনদ গ্রহণ করতে হবে। ৬ জানুয়ারি কংগ্রেস ভোট গণনা করে ও ফলাফল নিশ্চিত করে। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার আমেরিকায় ইস্টার্ন টাইম জোন-এ সন্ধ্যা সাড়ে ছয়টায় ভোট শুরুর পর আজ সকালে শেষ হওয়ার কথা। এরপর রাজ্য ভিত্তিক ভোট গণনা শুরু হয়। প্রথম ফলের আঁচ মিলতে পারে কয়েক ঘণ্টার মধ্যেই। আবার বুথ ফেরত জরিপেও কিছু সময় কে জিতবেন তার আভাস পাওয়া যায়। লড়াইটা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে কাউকে বিজয়ী ঘোষণার পর হয়তো আবার ফলাফল গণনা করতে হতে পারে। এক্ষেত্রে দোদুল্যমান রাজ্য পেনসিলভেনিয়ার কথা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এ রাজ্যে যদি বিজয়ী এবং হেরে যাওয়া প্রার্থীর মধ্যে পয়েন্টের ক্ষেত্রে ভোটের ব্যবধান অর্ধ শতাংশও হয় তাহলে ভোট আবার গণনা করতে হবে। ২০২০ সালে ব্যবধান ছিল ১ দশমিক ১ শতাংশ। এছাড়া আইনি লড়াইও হতে পারে। কারণ নির্বাচনের আগেই রিপাবলিকান পার্টির আইনজীবী ১০০টির বেশি মামলা করে রেখেছেন। আর যদি নির্বাচন কেন্দ্র নিয়ে কোনো ঝামেলা হয় তাহলেও ফলাফল পেতে দেরি হতে পারে।

দোদুল্যমান রাজ্যের দিকে দৃষ্টি

দেশটির নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ৮ কোটি ১০ লাখ ভোটার। তবে গতকালের ভোটই দুই প্রার্থীর ভরসা। সাতটি দোদুল্যমান রাজ্যের ভোটই কে হোয়াইট হাউজে যাবেন তা নির্ধারিত হবে। সাতটি রাজ্যের মধ্যে রয়েছে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। অ্যারিজোনায় ১১টি ইলেক্টোরাল ভোট রয়েছে। ২০১৬ সালে জিতলেও ২০২০ সালে ট্রাম্প বাইডেনের কাছে হেরে যান। জর্জিয়ায়ও (১৬ টি) ট্রাম্প জিতলেও ২০২০ সালে হেরে যান। মিশিগানেও (১৫টি) ২০২০ সালে ট্রাম্প হেরে যান। নেভাদায় (ছয়টি) জয় পেয়েছিলেন বাইডেন। নর্থ ক্যারোলিনায় (১৬টি) ট্রাম্পই জিতেছিলেন। ২০ ইলেকটোরাল ভোটের পেনসিলভেনিয়ায় বাইডেনই জয়ী হন গত নির্বাচনে। উইসকনসিনেও হেরেছিলেন ট্রাম্প। তবে এবার এসব রাজ্যে কমলা এবং ট্রাম্পের অবস্থান সমানে সমান। ফলে কে জিততে তা বলতে পারছেন না বিশেষজ্ঞরা।

কংগ্রেসের নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ

কংগ্রেসের দুই ধরনের সদস্যের মধ্যে প্রতিনিধি পরিষদের সদস্যরা নির্বাচিত হন দুই বছরের জন্য। এবারের নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব ক’টিতেই ভোট হয়। অন্যদিকে, সিনেট সদস্যদের মেয়াদ হয়ে থাকে ছয় বছর। তবে প্রতি দুই বছর পরপর সিনেটের এক-তৃতীয়াংশ আসনে ভোট অনুষ্ঠিত হয়। সে হিসেবে গতকাল সিনেটের ৩৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রতিনিধি পরিষদে এখন রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা এবং সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

ভোট দিতে লাইন
নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলে নচে সোমবার দিবাগত মধ্যরাতে ভোট শুরু হয়। এটাই ছিল প্রথম ভোট দান। সেখানে ছয় ভোটের মধ্যে কমলা ও ট্রাম্প তিনটি করে ভোট পেয়েছেন। ইস্টার্ন জোন সকাল ছয়টায় ভোট শুরু হয় ২০টির বেশি রাজ্যে। ইস্টার্ন জোন সকাল সাতটা ও আটটায় আরো ২০টির বেশি রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়। তবে বেশিরভাগ রাজ্যে ভোটগ্রহণ শুরু হয় সেন্ট্রাল টাইম জোন সকাল আটটায়। নর্থ ক্যারোলিনার কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়। ট্রাম্প ফ্লোরিডার একটি কেন্দ্রে ভোট দেন। তার রানিংমেট জেডি ভ্যান্স ওহাইওর একটি কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় জেডি ভ্যান্স জানান, এই প্রতিযোগিতায় ভাল কিছু হবে বলে আশা প্রকাশ করেন। কমলা হ্যারিস আগেই অনলাইনে ভোট দিয়েছেন। তিনি গতকাল রেডিও সাক্ষাত্কারে ব্যস্ত সময় কাটিয়েছেন বলে সিএনএন জানিয়েছে। এবারের ভোটে নারীরা গর্ভপাত ইস্যুকে গুরুত্ব দিয়েছেন। গতকাল ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পর জর্জিয়ায় এলিজাবেথ গঞ্জালেজ নামের এক নারী জানান, তিনি গর্ভপাতের পক্ষে ভোট দিয়েছেন। কমলা হ্যারিস গর্ভপাতকে নারীদের অধিকার হিসেবে প্রচারণা চালিয়েছেন। ট্রাম্প এর কিছু নীতির বিরোধিতা করেছেন। ফ্লোরিডায় পুয়ের্তো রিকানের বাসিন্দা ডেভিয়ানা পোর্তার নামের এক নারী ভোট দিয়ে বলেছেন, তিনি ট্রাম্পকে জয়ী দেখতে চান। কারণ তিনি উন্নত জীবনের আশা করেন।

জয়ের ব্যাপারে দু’জনই আশাবাদী

স্থানীয় সময় সোমবার প্রচারণার সময় শেষবারের মতো ফিলাডেলফিয়ার মঞ্চে ওঠেন হ্যারিস। এসময় কমলা বলেন, ‘আমেরিকা কে’ তা দেখানোর জন্য আমরা সবাই একসঙ্গে আছি। আমি পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত জানিয়ে কমলা বলেন, আমাদের প্রচারাভিযান আমেরিকান জনগণের উচ্চাকাঙ্খা, আকাঙ্খা এবং স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে। এদিকে মিশিগানে শেষ নির্বাচনি সমাবেশে ট্রাম্প দেশের অর্থনীতি ও অভিবাসন নীতির ওপর জোর দিয়েছেন। ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা একটি দুর্দান্ত ফলাফল পেতে যাচ্ছি। সেইসঙ্গে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমি মনে করি আমরা মিশিগানে জিততে যাচ্ছি।

Check Also

হরিণী আমারাসুরিয়াকে ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর শিক্ষাবিদ হরিণী আমারাসুরিয়াকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 3 =

Contact Us