Home / বিদেশের খবর / মার্কিন কংগ্রেসে দুই মুসলিম নারীর জয়

মার্কিন কংগ্রেসে দুই মুসলিম নারীর জয়

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ফের জয়ী হয়েছেন দুই মুসলিম নারী। ডেমোক্র্যাটিক দলের এই দুই প্রার্থী হলেন- ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব ও সোমালীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইলহান উমর। খবর আল জাজিরা।

রাশিদা তালিব ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী, যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন। তিনি মঙ্গলবার (৫ নভেম্বর) ডিয়ারবর্নের আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগান থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ইলহান ওমর মিনেসোটা থেকে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। এ রাজ্যের ৫ম ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত মিনিয়াপলিস এবং এর আশেপাশের এলাকাগুলোর প্রতিনিধি ইলহান ওমর।

ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অন্যতম প্রধান সমালোচক হলেন রাশিদা তালিব। তিনি শুরুতে প্রতিদ্বন্দ্বীহীন অবস্থায় থাকলেও পরে রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করে ডিয়ারবর্ন ও ডেট্রয়েট থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন।

রাশিদা-ইলহান দুজনই আইনপ্রণেতাদের একটি গোষ্ঠী ‘দ্য স্কোয়াড’ এর সদস্য। এই সংগঠনে আলেকজান্দ্রা ওকাসিও-কর্তেজসহ অন্যান্য প্রগতিশীল কংগ্রেস সদস্যরাও রয়েছেন।

Check Also

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮০ ফিলিস্তিনি

শেরপুর নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us