শেরপুর নিউজ ডেস্ক: নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের জুটিটা যা একটু আশা জুগিয়েছিলো। এছাড়া ব্যাটিংয়ের পুরো সময়টাতে আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তাদের নিদারুণ ব্যর্থতায় আরও একটি ম্যাচ হারতে হলো বাংলাদেশকে।
আরব আমিরাতের শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবতে হলো নাজমুল হোসেন শান্তর দলকে। ২ উইকেটে ১২০ রান থেকে বাংলাদেশ অলআউট হয়েছে ১৪৩ রানে। অর্থ্যাৎ, শেষ ২৩ রানে ৮টি উইকেট হারিয়েছে টাইগাররা। আর শেষ ১১রানে হারিয়েছে ৭ উইকেট।
টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান সংগ্রহ করেছিলো ২৩৫ রান। ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে বাংলাদেশ অলআউট ১৪৩ রানে। মূলত আল্লাহ মোহাম্মদ গজনফারের ঘূর্ণিতেই কুপোকাত হতে হয়েছে টাইগার ব্যাটারদের। ২৬ রান দিয়ে একাই ৬ উইকেটে নিয়েছে ১৮ বছর বয়সী এই তরুণ।
ক্যারিয়ারে মাত্র ৬ষ্ঠ ওয়ানডে খেলতে নেমেছিলেন গজনফার। আগের ৫ ম্যাচে উইকেট শিকারের সংখ্যা মাত্র ৪টি। আর আজ একাই তিনি মুর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটারদের জন্য। তানজিদ হাসান তামিমকে চতুর্থ ওভারের প্রথম বলে ফিরিয়ে দিয়ে শুরু। এরপর একে একে প্রতিষ্ঠিত ব্যাটার এবং লেট অর্ডারের উইকেটগুলো তুলে নেন তিনি।
গজনফার ছাড়াও বাংলাদেশ শিবিরে আতঙ্ক ছড়ান রশিদ খান। মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় যেভাবে রশিদ খানের বলে বোল্ড হলেন, তাতে মনে হলো, জীবনে এই প্রথম লেগ স্পিনের মোকাবেলা করতে নেমেছিলেন তারা। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদ। বোকার মত বোল্ড হলেন তিনি। তার এই আউট দেখে বোঝা হয়ে গেছে, মাহমুদউল্লাহ রিয়াদের যা দেয়ার দলকে দিয়ে ফেলেছেন। এর আর দেয়ার মত কিছু নেই।
আফগান ইনিংসে মোহাম্মদ নবি আর হাশমতউল্লাহ শহিদি যেভাবে একশ’র ওপর রানের জুটি গড়েছেন, তেমন একটি জুটি প্রয়োজন ছিল বাংলাদেশ দলের। কিন্তু সৌম্য আর শান্তর ৫৩ রানের এবং শান্ত আর মিরাজের ৫৫ রানের দুটি জুটিই যা উল্লেখযোগ্য পুরো ম্যাচে। পরের ব্যাটাররা তো শুধু আসা-যাওয়ার মিছিলে সামিল ছিলেন।