শেরপুর নিউজ ডেস্ক: সংবিধান সংস্কার বিষয়ে যেকোনো ব্যক্তি বা সংগঠন ওয়েবসাইটে তাঁদের মতামত দিতে পারবেন।
এ জন্য গত মঙ্গলবার থেকে ওয়েবসাইট চালু করেছে সংবিধান সংস্কার কমিশন।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ২৫ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত দেওয়ার সুযোগ রয়েছে। ওয়েবসাইটের ঠিকানা- http://crc.legislativediv.gov.bd।
দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে সরকার। ইতিমধ্যে কাজ শুরু করেছে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন এই কমিশন।