Home / বিনোদন / জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

শেরপুর নিউজ ডেস্ক: জীবনের ৪০ বসন্ত পেরিয়ে ৪১ এ পা দিয়েছেন সদ্যই। শোবিজে নিজেকে এগিয়ে রেখেছেন আপন গতিতে। অভিনয় শৈলী, রূপে-লাবণ্যে পেয়েছেন সাফল্যের ঝলক; বলছি দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কথা।

কিন্তু অভিনেত্রীর ক্যারিয়ারে চাকচিক্যের ঝাপটা লাগলেও তার ব্যক্তিগত জীবনে রয়ে গেছে খানিকটা অপূর্ণতা। তা নিয়ে ঈষৎ আক্ষেপও রয়েছে বাঁধনের। কিন্তু কি নেই বাঁধনের?

এই মুহূর্তে সিংগেল মাদার হিসেবে জীবনযাপন করছেন অভিনেত্রী বাঁধন। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। কাজেই অভিনেত্রীর আক্ষেপটা কোথায় তা অন্তত বুঝতে বাকি নেই।

গত সোমবার অভিনেত্রীর ৪১তম জন্মদিনে মোটামুটি খোলাসাই করেছিলেন বিষয়টি । বাঁধন জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে সোজা মুখ খুললেন তিনি। জানালেন, আবার নতুন করে, নতুনভাবে পথচলা শুরু করতে চান অভিনেত্রী।

মেয়ের বায়না তুলে ধরে বাঁধন বললেন, আমার মেয়ে তো এখন বড় হয়েছে। মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়- ও বুঝছে। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।

বাঁধন বললেন, ‘এখন অনেক বেশি মনে করি যে একজন জীবনসঙ্গী থাকতেই পারে।’ কেমন জীবনসঙ্গী চান, সে বিষয়ে বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’

Check Also

বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন

শেরপুর নিউজ ডেস্ক: বাঙালির মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =

Contact Us