সর্বশেষ সংবাদ
Home / পরিবেশ প্রকৃতি / এ মাসের মাঝামাঝি শীত পড়বে

এ মাসের মাঝামাঝি শীত পড়বে

শেরপুর নিউজ ডেস্ক: ধীরে ধীরে নামছে তাপমাত্রা। চড়া রোদ আর কড়া লাগছে না। উত্তরের জনপদে হালকা শীতের আমেজ। আবহাওয়া অধিদপ্তরের আভাস, চলতি মাসের মাঝামাঝিতেই দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হতে পারে শীত। আর ডিসেম্বর ও জানুয়ারিতে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আগামী রোববার দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে। কমতে শুরু করবে তাপমাত্রাও।

বৃহস্পতিবার আবহাওয়ার তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশে ৮ থেকে ১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বইতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহ বইবে ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে। শীত কবে আসবে– জানতে চাইলে তিনি বলেন, এখনই সকালের দিকে উত্তরবঙ্গের লোকজন শীতের অনুভূতি পাওয়ার কথা বলছে। তবে এ মাসের ১৫ তারিখের পর শীতের অনুভূতি তৈরি হবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আগামী তিন মাসের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে দুই থেকে পাঁচটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল বলেন, নভেম্বরে অহরহ লঘুচাপ তৈরি হয়। এ মাসে ঘূর্ণিঝড় হতে পারে। ডিসেম্বরেও লঘুচাপ হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম। অক্টোবরেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেওয়া হয় ‘দানা’। তবে প্রবল ঘূর্ণিঝড় দানার ধাক্কা বাংলাদেশে না লাগলেও ভারতের উড়িষ্যা উপকূলে এটি আঘাত হানে। আবহাওয়া অফিস বলছে, আগামী তিন মাসে দেশে ‘স্বাভাবিক’ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দিন ও রাতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে ঘন কুয়াশার কারণে দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

Check Also

আসছে আরেকটি শৈত্যপ্রবাহ

শেরপুর নিউজ ডেস্ক: আগামী সপ্তাহেই দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ। ১৯-২২ জানুয়ারির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + six =

Contact Us