সর্বশেষ সংবাদ
Home / অন্যরকম খবর / প্রেমের টানে সিরাজগঞ্জে বিয়ের পিঁড়িতে তুরস্কের যুবক

প্রেমের টানে সিরাজগঞ্জে বিয়ের পিঁড়িতে তুরস্কের যুবক

শেরপুর ডেস্ক: প্রেমের টানে সুদূর তুরস্ক থেকে শাহজাদপুরে এসে বিয়ে করলেন এক যুবক। বিয়ে দেখতে শত শত মানুষে ভিড়। ইসলামী শরিয়া মোতাবেক তাদের বিয়ে হয়। তবে ভাষা নিয়ে পড়েছে বিপাকে।

জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকলিয়ামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে মল্লিকার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিন বছর আগে তুরস্কের যুবক মুস্তফা ফাইকের সাথে পরিচয় হয়।

এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে তুরস্ক থেকে সাড়ে ৪ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বদ্বীপ বাংলাদেশে ছুটে এসেছেন যুবক। গত সোমবার তারা উভয় পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করেন। মুস্তফা ফাইক তুরস্কের ইস্তাম্বুল শহরের বাসিন্দা। আর কলেজ পড়ুয়া মল্লিকা উপজেলার পোতাজিয়া গ্রামে।

এ বিষয়ে মুস্তফা ফাইক বলেন, বাংলাদেশে এসে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করতে পেরে তিনি খুবই খুশি ও আনন্দিত। সেই সাথে বাংলাদেশের মানুষ প্রকৃতি তাকে খুবই মুগ্ধ করেছে। মল্লিকা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় আমি খুবই খুশি ও আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। ভিসা প্রসেসিং শেষ হলেই আমরা তুরস্কে পাড়ি দেব।

অপরদিকে মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ উচ্ছাস প্রকাশ করেছেন। তবে জামাইয়ের ভাষা কেউ বুঝতে পারছে না এবং জামাই বাংলাদেশের মানুষের কথা বুঝতে পারছে না। এটাও অনেকটা মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Check Also

পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ

শেরপুর নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটায় ২৪ ঘণ্টাকে এক দিন হিসাবে গণনা করা হয়। কিন্তু নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 19 =

Contact Us