Home / বিনোদন / দেশে ফিরছেন সংগীতশিল্পী বেবী নাজনীন

দেশে ফিরছেন সংগীতশিল্পী বেবী নাজনীন

শেরপুর নিউজ ডেস্ক:
দীর্ঘ ৮ বছর আমেরিকায় প্রবাস জীবন কাটানোর পর এবার দেশে ফিরছেন ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত সংগীত তারকা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন। ক্যারিয়ার জীবনে অসংখ্য গান ভক্তদের উপহার দিয়েছেন তিনি। সংগীত জীবনের পাশাপাশি পা রাখেন রাজনীতির মাঠেও। কিন্তু রাজনীতির এ পথই রুখে দেয় শিল্পী বেবী নাজনীনের পথ।

দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলের শুরুতে নানাভাবে বাধাগ্রস্ত হতে শুরু করেন তিনি। যে কারণে দেশ ছেড়ে বেবী পাড়ি জমান আমেরিকায়। সেখানে থেকেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে। শো করেছেন কানাডাসহ বিভিন্ন দেশে। বিদেশে কোনো পেশাগত কাজে বাধার সম্মুখীন হননি তিনি। তবে বাংলাদেশে সংগীত জীবনে নানাভাবে বাধার সম্মুখীন হন সংগীতশিল্পী। যে কারণে নেন দেশ ছাড়ার সিদ্ধান্ত।

জানা গেছে, আমেরিকা থেকে এবার কোকিলকণ্ঠী বেবী নাজনীন দেশে ফিরছেন। আগামী রবিবার (১০ নভেম্বর) ঢাকার মাটিতে পা রাখবেন বেবী। সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

প্রসঙ্গত, সাড়ে চার দশকের ক্যারিয়ার জীবনে বেবী নাজনীন গান গেয়েছেন অর্ধশতাধিক একক ও অসংখ্য দ্বৈত অ্যালবামে। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে কাল সারারাত ছিল স্বপনেরও রাত, দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, বন্ধু তুমি কই রে, সারা বাংলায় খুঁজি তোমারে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ইত্যাদি।

Check Also

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তাসনুভা তিশার

শেরপুর নিউজ ডেস্ক: আউটডোর শুটিংয়ে এক যুবক সাংবাদিক পরিচয়ে প্রবেশ করেন। এরপর লুকিয়ে আপত্তিকর ভিডিও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Contact Us