সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / পাকিস্তান অধিনায়ক রিজওয়ান বিশ্বরেকর্ড ফেলে দিলেন!

পাকিস্তান অধিনায়ক রিজওয়ান বিশ্বরেকর্ড ফেলে দিলেন!

শেরপুর নিউজ ডেস্ক:

যে কোনো রেকর্ডে নাম লেখানো সহজ কথা নয়, তা যদি আবার বিশ্বরেকর্ডে নাম লেখানোর কাজ হয়। বেশ খাটুনি আছে। তবে ভাগ্য খুব ভালো হলে কখনো কখনো রেকর্ডও হাতে এসে ধরা দেয়।

যেমন শুক্রবার (৮ নভেম্বর) ধরা দিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের কাছে। কিন্তু বিশ্ব রেকর্ড নিজে এসে পায়ের কাছে লুটোপুটি খেলে বা হাতের কাছে ঘোরাঘুরি করলেই তো হবে না, সেটাকে ঠিকঠাকমতো দখলেও তো নিতে হবে। পাকিস্তান অধিনায়ক সেটা হাত থেকে ফেলে দিয়েছেন।

অবশ্য ফেলার কথা পুরোপুরি ঠিক না। বিশ্ব রেকর্ডে নাম তিনি লিখিয়েছেন, কিন্তু সেটা আরো অনেকের সঙ্গে লম্বা একটা তালিকায়। সুযোগ ছিল সবার ওপরে উঠে বিশ্বরেকর্ডটি নিজের করে নেয়ার। সেটাই মিস করেছেন রিজওয়ান।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলছে পাকিস্তান। এই ম্যাচেই উইকেটের পেছনে দাঁড়িয়ে একটার পর একটা ক্যাচ নিয়েছেন রিজওয়ান। হারিস রউফের বলে চারটি, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহর বলে ১টি করে। সব মিলিয়ে ৬টি।

এর মধ্যে ষষ্ঠ অর্থাৎ রউফের বলে প্যাট কামিন্সের ক্যাচটি রিজওয়ানকে জায়গা করিয়ে দেয় বিশ্ব রেকর্ডে। ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে উইকেটকিপারদের মধ্যে যৌথভাবে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার কীর্তি এটি। রিজওয়ানের ৬টি ক্যাচ আলোড়ন তোলার মতো কিছু নয়। কারণ এমন ঘটনা আগে অনেকবার দেখা গেছে। রিজওয়ানের আগে ওয়ানডেতে উইকেটকিপারদের ৬ ক্যাচের ঘটনা আছে ১১টি। এর মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টই ৪ বার। এমনকি পাকিস্তানিদের মধ্যেও রিজওয়ানের আগে ম্যাচে ৬টি ক্যাচ নিয়েছেন সরফরাজ আহমেদ (২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)।

ম্যাচে ৬ ক্যাচ নেয়ার ঘটনা এত থাকলেও কেউ-ই কখনো ৭ ক্যাচ নিতে পারেননি। আজ সেই সুযোগই এসেছিল রিজওয়ানের হাতে। ইনিংসের ৩৪তম ওভারে নাসিম শাহর প্রথম বল আকাশে তুলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। বল এতটাই ওপরে ওঠে যে, কিছুটা ডান দিকে দৌড়ে সময়মতোই বলের নিচে অবস্থান নেন রিজওয়ান। গ্লাভসে মোড়ানো উইকেটকিপারের বিশ্বস্ত হাত আছে বলে অন্য ফিল্ডারদের কেউ কাছাকাছিও ঘেঁষেননি। কিন্তু সব অনুকূলে থাকলে কী হবে, রিজওয়ান গড়বড় করে ফেলেন হাতের পজিশনে। বল নেমে আসার পথে রিজওয়ানের আঙুলে লেগে মাটিতে পড়ল! উইকেটকিপারদের জন্য সহজতম ক্যাচগুলোর একটি, যেটা মিস করলেন রিজওয়ান!

এটা কী হলো? ক্যাচ তো নয়, রীতিমতো বিশ্ব রেকর্ডই হাত ফসকেছেন রিজওয়ান। কারণ, এর পর তার কাছে কোনো ক্যাচই যায়নি। জাম্পা শেষ পর্যন্ত আউট হয়েছেন শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে। অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১৬৩ রানে।

বিশ্বরেকর্ড হাতছাড়া করা রিজওয়ান অবশ্য একটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন। সব প্রতিযোগিতা আর সব মাঠ মিলিয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়া যে ১১০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে, এর মধ্যে অস্ট্রেলিয়ার আজকের সংগ্রহই সর্বনিম্ন।

Check Also

বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে চলমান পরিবর্তনের ধারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Contact Us