শেরপুর নিউজ ডেস্ক:
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশে ভারতের ভিসা প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বর্তমানে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে এবং বর্তমানে শুধুমাত্র মেডিকেল ও জরুরি ভিসা প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বর্তমানে শুধুমাত্র মেডিকেল এবং জরুরি ভিসা প্রদান করছে। আমাদের কার্যক্রম পুনরায় শুরু করার জন্য অপেক্ষা করছি, তবে সে জন্য বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রয়োজন। যদি পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল হয় এবং আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হয়, তবে তখন আমরা পূর্ণাঙ্গ ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য প্রস্তুত থাকব।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের কর্মসূচি সীমিত থাকায়, প্রয়োজনীয় ভিসা আবেদন প্রক্রিয়া খুবই কড়াকড়ি অবস্থায় চলছে। তবে পরিস্থিতির উন্নতি হলে ভিসা প্রক্রিয়া পুনরায় কার্যকর করা হবে।