শেরপুর নিউজ ডেস্ক: প্রায় তিন সপ্তাহ ধরে বাড়ছে আলু-পেঁয়াজের দাম। এর মধ্যে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও আলুর দাম বাড়ছে ধীরগতিতে। গত সপ্তাহে প্রতি কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল ১০-২০ টাকা। তার আগের সপ্তাহেও একই পেঁয়াজের একইরকম দাম বেড়েছিল। আজও দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। এখন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। এদিকে গত সপ্তাহে লাল ও সাদা আলুর দাম বেড়েছিল প্রতি কেজিতে ৫ টাকা করে। আজ আবার বেড়েছে ৫ টাকা। সে হিসাবে আজকে লাল ও সাদা আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। আর বগুড়ার আলুর দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
অপরদিকে বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমেছে, বেড়েছেও কয়েকটির দাম। দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে। কিন্তু তারা বলছেন দাম আরও কমতে হবে। একইসঙ্গে আলু-পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।
শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর মিরপুর ১ নম্বরসহ কয়েকটি কাঁচাবাজার সরেজমিন ঘুরে আজকের এই বাজার চিত্র পাওয়া গেছে।