শেরপুর নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে টাইগাররা। শনিবার (৯ নভেম্বর) সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা নিশ্চিত। কারণ, আঙুলে আঘাত পাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। স্কোয়াডে নেই আরেক উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও। ফলে একাদশে যুক্ত হবেন একজন উইকেটরক্ষক ব্যাটার।
সেই তালিকায় এগিয়ে রয়েছেন তরুণ জাকের আলী অনিক। কারণ, টেস্ট ও টি-টোয়েন্টিতে মিডিল অর্ডারে নিজেকে বেশ কয়েকবার প্রমাণ করেছেন এই ডান হাতি ব্যাটার। তাই সবঠিক থাকলে এই ম্যাচ দিয়ে ওয়ানডেতেও অভিষেক হতে যাচ্ছে জাকের আলীর।
অন্যদিকে ভিসা জটিলতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিনার নাসুম আহমেদ এবং পেসার নাহিদ রানা। প্রথম ম্যাচে পেসাররা ভালো করলেও স্পিনাররা সেরাটা দিতে পারেননি। তাই মিরাজ অটোচয়েজ হলেও জায়গা হারাতে পারেন রিশাদ হোসেন।
তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন নাসুম আহমেদ। কারণ, আফগানিস্তানের বেশ কয়েকজন ডান হাতি ব্যাটার রয়েছে। যেখানে দলকে বাড়তি সুবিধা এনে দিতে পারেন নাসুম।
এই দুইটা জায়গায় ছাড়া একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। প্রথম ম্যাচে তরুণ ওপেনার তানজিদ তামিম ব্যর্থ হলেও, দ্বিতীয়ও সুযোগ পাবেন তিনি। এরপর সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের জন্য অটোচয়েজ।
আর প্রথম ম্যাচে ৯ উইকেট শিকার করা তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম একাদশে থাকবেন তা নিশ্চিত ভাবেই বলা যায়।