সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / পিছিয়ে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তি

পিছিয়ে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তি

শেরপুর নিউজ ডেস্ক: পর্দায় উঠে এলেন বিশ্বখ্যাত পপসম্রাট মাইকেল জ্যাকসন। তাঁর জীবনের গল্পে নির্মিত বায়োপিক ‘মাইকেল’, যা আগামী বছরের ১৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু লায়ন্সগেট প্রডাকশনের এ সিনেমার মুক্তি পিছিয়ে গেল।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বিলবোর্ড জানিয়েছে, প্রায় ছয় মাস পিছিয়েছে মুক্তির তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি ২০২৫ সালের ৩ অক্টোবর মুক্তি পাবে। যদিও হঠাৎ পিছিয়ে যাওয়ার কারণ এখনও প্রকাশ্যে আসেনি।

বায়োপিকে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তাঁর আপন ভাগনে জাফার জ্যাকসন। অন্যান্য চরিত্রে রয়েছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো প্রমুখ।

এটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন জন লোগান। প্রযোজক হিসেবে রয়েছেন গ্রাহাম কিং, জন ব্রাঙ্কা ও জন ম্যাকক্লেইন।

ফুকুয়া সম্প্রতি একটি অনুষ্ঠানে এ সিনেমার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ‘মাইকেল আমার জীবনের বড় অংশ ছিলেন এবং আমি তাঁর মানবিক দিকও ফুটিয়ে তুলতে চাই। আমি খুবই উত্তেজিত।’

জানা গেছে, সিনেমাটিতে জ্যাকসনের ৩০টি গান অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি এর দৈর্ঘ্যও বেশি হবে। ফুকুয়া চেষ্টা করেছেন মাইকেলের জীবনকে পুরোপুরিভাবে পর্দায় তুলে ধরতে।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eighteen =

Contact Us