শেরপুর নিউজ ডেস্ক: ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের অধীনে পরপর দু’বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফ্রান্স। তার দলের অন্যতম সেরা ফুটবলার ছিলেন কিলিয়ান এমবাপ্পে। দু’জনের রসায়নও ছিল দারুণ। তরুণ এমবাপ্পেকে অধিনায়কও বানিয়েছেন দেশম। ওই কোচের সঙ্গে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে এমবাপ্পের।
সেই দ্বন্দ্ব এতটাই প্রকট যে, দেশমের অধীনে কিলিয়ান এমবাপ্পে আর ফ্রান্সের জার্সিতে খেলতে চান না। সাংবাদিক রোমান মোলিনা দিয়েছেন বিস্ফোরক এই তথ্য। তিনি জানিয়েছেন, নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এমবাপ্পেকে না রাখায় দেশমের অধীনে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত অবশ্য অক্টোবরে। তখন এমবাপ্পে ইনজুরির অজুহাত দিয়ে জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করে নেন। যদিও ক্লাবের হয়ে খেলেন তিনি। এতেই প্রশ্ন ওঠে এমবাপ্পের নিবেদন নিয়ে। পুষে রাখা ওই ক্ষোভ নভেম্বরে এসে দেখালেন দেশম। এমবাপ্পেও নিয়েছেন না খেলার মতো কঠোর অবস্থান।
এমবাপ্পে চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। লস ব্লাঙ্কোস শিবিরে তার সময়টা ভালো যাচ্ছে না। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও সম্পর্কে টানাপোড়েন পড়ছে এমবাপ্পের। কারণ ফ্রান্সম্যানকে তার পছন্দের পজিশন লেফট উইঙ্গে খেলাচ্ছেন না তিনি। রিয়ালের কৌশলও এমবাপ্পের সঙ্গে খাপখাচ্ছে না।