Home / খেলাধুলা / ৭ উইকেট ২৫২ রান বাংলাদেশের

৭ উইকেট ২৫২ রান বাংলাদেশের

শেরপুর নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ফেরার ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু খারাপ হয়নি বাংলাদেশের। অধিনায়ক নাজমুল শান্ত ভালো ব্যাটিং করেন। তবে মিডলে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।। অভিষিক্ত জাকের আলী ভালো ইনিংস খেলে দলকে ৭ উইকেটে ২৫২ রানের পুঁজি এনে দিয়েছেন।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ২৮ রান পায় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ১৭ বলে তিন চার ও এক ছক্কায় ২২ রান করে ফিরে যান। পরে সৌম্য সরকার ও নাজমুল শান্ত ৮৪ রানের জুটি গড়েন। ফিরে যাওয়ার আগে সৌম্য সরকার খেলেন দুটি করে চার ও ছক্কায় ৩৫ রানের ইনিংস।

অধিনায়ক শান্তর সঙ্গে মেহেদী মিরাজ কিংবা তাওহীদ হৃদয়দের জুটি জমেনি। মিরাজ ২১ ও হৃদয় ১১ রান করে ফিরে যান। পরেই শান্ত আউট হন ১১৯ বলে ৭৬ রান করে। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। দল ১৫২ রানে ২ উইকেট থেকে ১৮৬ রানে ৬ উইকেট হয়ে যায়।

পরে জাকের আলী ও নাসুম আহমেদ দলকে ম্যাচে ফেরান। তারা ৪৬ রানের জুটি গড়েন। ওয়ানডে বিশ্বকাপের পর দলে ফিরে নাসুম ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করেন। জাকের ২৭ বলে ৩৭ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি ছক্কা ও একটি চার আসে।

আফগানিস্তানের হয়ে স্পিনার আল্লাহ গজনফর এই ম্যাচেও ভালো বোলিং করেছেন। প্রথম ম্যাচে ৬ উইকেট নেওয়া এই ডানহাতি এদিন ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাঁ-হাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া করোটি ৮ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। একই ওভারে শান্ত ও রিয়াদকে ফেরান তিনি। লেগ স্পিনার রশিদ খান ১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

Check Also

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =

Contact Us