শেরপুর নিউজ ডেস্ক: ২০২৫ সালের হজ পালনের লক্ষ্যে নিবন্ধন শুরু হলেও প্রত্যাশিত সাড়া মিলছে না যাত্রীদের। ইতোমধ্যে নানা ধরনের সুযোগ-সুবিধা উল্লেখ করে সরকারি ও বেসরকারিভাবে একাধিক হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে খরচ খুব একটা কমানো হয়নি। এবারও পাঁচ লাখ টাকার নিচে হজে যাওয়া সম্ভব হচ্ছে না।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় হজ ব্যবস্থাপনায় সিন্ডিকেট করে নানা অনিয়ম ও দুর্নীতি করা হয়। এ সময় অযৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ করে হজযাত্রীদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়। এতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাবের নেতার সিন্ডিকেট কয়েকশ কোটি টাকা হাতিয়ে নেয়। হাসিনা সরকার পতন হলেও হজ ব্যবস্থাপনায় এখনো সেই সিন্ডিকেট বিদ্যমান।
হজ কার্যক্রম শুরুর দুই মাস পার হয়ে গেলেও শনিবার পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে প্রাথমিক নিবন্ধন করেছে মাত্র ১১ হাজার ১০৮ জন হজযাত্রী। যদিও সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী হজের কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। এদিকে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকরা বিমানে ভাড়া আরও কমানোর দাবি জানিয়েছেন।
জানা যায়, ১ সেপ্টেম্বর থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এবার সরকারিভাবে হজের কোটা নির্ধারণ করা হয়েছে মোট ১০ হাজার ১৯৮ জন। প্রয়োজনে এই সংখ্যা বাড়তে পারে। আর বেসরকারিভাবে গাইডসহ কোটা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার জনের। কিন্তু নিবন্ধনের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারিভাবে নিবন্ধন করেছেন ৩ হাজার ৭ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮ হাজার ১০১ জন। এখনো প্রায় ৯০ শতাংশের মতো কোটা শূন্য রয়েছে।