সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / ‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে’

‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে’

শেরপুর নিউজ ডেস্ক:

সিনিয়র সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই শিকদার বলেছেন, কোনো অবস্থাতেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলা শাখার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল হাই শিকদার বলেন, গার্মেন্টস শ্রমিকদের প্রতি আমাদের মমতা আছে, কিন্তু লক্ষ করতে হবে- কারা এদের নামাচ্ছে। কিছু হলেই কেন রাস্তায় নামতে হবে। ইতোমধ্যে আনসার বিদ্রোহ, সংখ্যালঘুর নামে ট্রামকার্ড ব্যবহার হয়েছে।

তিনি আরও বলেন, ভারত কোনোভাবেই আমাদের ৫ আগস্টের আন্দোলন মানতে পারছে না। শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ জায়গা দেয়নি। তাকে জায়গা দিয়েছে ভারত। ভারতের কাছে আমাদের সবচেয়ে বড় পরাজয় হলো, কালচারাল পরাজয়। ৭ নভেম্বর কখনো ভোলা যায় না, ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। ৭ নভেম্বরের সঙ্গে জুলাই বিপ্লবের অনেক সাদৃশ্য রয়েছে। চেতনার দিক থেকে মিল রয়েছে। দুটি দিনই ফ্যাসিবাদের পতন হয়েছে, ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. আবু আশরাফ খান, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সদস্য সচিব এ বি এম রুহুল আমীন আকন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মাসুদ রানা আতাউর, এগ্রিকালচার’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি কৃষিবিদ হাবিবুর রহমান মুকুল, গাজীপুর ল’ কলেজের অধ্যক্ষ মো. সহিদুজ্জামান প্রমুখ।

Check Also

জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিতে ব্যাপক পরিবর্তন আসেছে। গত ৫ আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + three =

Contact Us