সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ব্রাইডাল লুকে নজর কাড়লেন রুনা খান

ব্রাইডাল লুকে নজর কাড়লেন রুনা খান

শেরপুর নিউজ ডেস্ক: ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের সুখবরও দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তিনি হাজির হলেন নতুন আউটফিটে। নজর কাড়লেন ভক্তদের।

রুনা খান বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য। দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে।

৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন সবখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বাহারি রঙের গাউনে ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, ক্যান্ডেল লাইটের পাশে অফ দ্য শোল্ডার লাল রঙের গাউন দাঁড়িয়ে রয়েছেন। তার এ লুকে অত্যন্ত আবেদনময়ী লাগছে। আর অভিনেত্রীর চোখের চাহনি যেন অনুরাগীদের মনে দাগে কেটেছে। সঙ্গে হাতে রয়েছে হাতে ছোট আঙটি।

এদিকে ব্লু কালারের গাউনেও রুনাকে বেশ মানিয়েছে। পোশাকের সঙ্গে ম্যাচ করে কানে পরেছে লম্বা দুল হাতে রয়েছে ব্রেসলেট।

খোশ মেজাজে খোলামেলা গোলাপি রঙের গাউনে সোফায় হেলান দিয়ে বসে আছে রুনা। যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পায়ে শোভা পেয়েছে কালো রঙের হাই হিল।

এর আগে কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। এ নিয়ে রুনা মনে করেন, ‘অসময়’ তাকে সুসময় এনে দিয়েছে। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমাতেও।

তবে গত জুলাইয়ের পর নিজেকে একটু আড়াল করে নিয়েছিলেন রুনা। সামাজিক মাধ্যমেও দেখা যায়নি তাকে। এখন আস্তে আস্তে নিজেকে ধরা দিচ্ছেন অভিনেত্রী। কখনও বিভিন্ন লুকে নিজেকে ধরা দিচ্ছেন, আবার কখনও নিজের কাজ নিয়েও দিয়ে যাচ্ছেন সুসংবাদ।

Check Also

‘বিয়ে করতে খুব বেশি দেরি নেই,

শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় বাংলার ছবির অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন খুব বেশি সময় নিতে চান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us