শেরপুর নিউজ ডেস্ক:
চলমান জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে খুলনার বিপক্ষে খেলতে নামার আগেই ৭টি সেঞ্চুরি ছিল অমিত হাসানের। এর মধ্যে একটি ১৮৬ রানের ইনিংসও ছিল। খুলনার বিপক্ষে খেলতে নেমে আগের সব অর্জনকে ছাপিয়ে গেলেন ২৩ বছরের এই ক্রিকেটার। প্রথম ও দ্বিতীয় মিলিয়ে সাড়ে দশ ঘণ্টারও বেশি ব্যাট করে ১৮ চার ও ১ ছক্কায় ৪৫৫ বলে ২১৩ রান করেন অমিত।
খুলনার বিপক্ষে এই ম্যাচে সিলেটের হয়ে প্রথমবারের সেঞ্চুরি পেয়েছেন আসাদুল্লা আল গালিব। এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সিলেট। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভার ব্যাটিং করে উইকেট না হারিয়ে ৩ রান করে খুলনা। এরপর আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ করেন আম্পায়ার।
কক্সবাজার একাডেমি মাঠে অমিত ও গালিব ৫০৭ বলে গড়েন ২৫১ রানের জুটি। ৭ চার ও ৩ ছক্কায় ২৪২ বলে ১১৫ রান করেন গালিব। অমিতের করা ডাবল সেঞ্চুরি এই মৌসুমে জাতীয় লিগের প্রথম। এদিন মাঠের উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর স্বীকৃত ক্রিকেটে বোলিং করেছেন সিলেটের এবাদত হোসেন।
এদিকে, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে বরিশালকে ৩১৮ রানে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০২ রান করে চট্টগ্রাম। এখনো ১১৬ রানে পিছিয়ে তারা। চট্টগ্রামে হয়ে হাফ সেঞ্চুরি করেন শাহাদাত হোসেন (৬৪*) ও ইয়াসির রাব্বি (৮১*)। এর আগে, বরিশালের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন মইন খান। চট্টগ্রামের আশরাফুল হাসান নেন ৪ উইকেট।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে লড়ছে রাজশাহী ও রংপুর। ম্যাচে রংপুরকে প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে দিয়ে নিজেরাও একই রানে অলআউট হয়েছে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে দিন শেষ করেছে রংপুর। ২ দিন বাকি থাকায় এই ম্যাচে ফল আসার সম্ভাবনা প্রায় শতভাগ।
এদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর সঙ্গে লড়ছে ঢাকা। প্রথম ইনিংসে ৩০৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ২৫৪ রান। ৫০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে ঢাকা।