শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অন্তবর্তী সরকার শিল্প সংস্কৃতি চর্চায় বাধা হবে না। তবে যারা শিল্প চর্চা করছে তাদেরও সচেতন হতে হবে। কুরুচিপূর্ণ, জঘন্য তথ্য যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে সমস্যা হবে। বিপ্লবের চেতনা বুঝতে হবে।
সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফারুকী বলেন, ‘নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে কেউ তা বন্ধ করেনি। অন্তবর্তী সরকার শিল্প সংস্কৃতি চর্চায় বাধা হবে না। তবে যারা শিল্প চর্চা করছে তাদেরও সচেতন হতে হবে।’
সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘কুরুচিপূর্ণ, জঘন্য তথ্য যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে সমস্যা হবে। বিপ্লবের চেতনা বুঝতে হবে। বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে যা বলা হচ্ছে-এ বিষয়ে কিছু বলার নেই। ২০১৩ সালে আমাকে বলা হতো জামায়াত-শিবির। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তখন বলেছিলাম, এই চেতনা দিয়ে কী করবো। সে সময় আমাকে শিবির বলা হয়েছিলো। কেউ মনে করে জামাতি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ। কিন্তু আমি কারো লোক নই। আমি আমার। আমি কারো প্রতি চিরস্থায়ী বন্দোবস্ত দিইনি।’