Home / মিডিয়া / পত্রিকার সঠিক প্রচার সংখ্যা প্রকাশে সাংবাদিকদের সহায়তা চাইলেন তথ্য উপদেষ্টা

পত্রিকার সঠিক প্রচার সংখ্যা প্রকাশে সাংবাদিকদের সহায়তা চাইলেন তথ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা সঠিকভাবে প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থকদের ট্রাম্প সমর্থক হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে। আমাদের দেশের সংবাদমাধ্যম এ বিষয়টি নিয়ে তেমন কিছু করেনি। সত্যটা তুলে ধরার প্রয়োজন আছে। দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক গুজব সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তজা, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা এ সময় বক্তব্য দেন।

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। পত্রিকায় প্রকাশিত সরকারি বিজ্ঞাপনের বিল পরিশোধের সময়টা আরেকটু এগিয়ে আনা যায় কিনা দেখা দরকার।

নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, সমকালের চিফ রিপোর্টার মসিউর রহমান খানসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুব।

Check Also

নববর্ষ উপলক্ষে জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল বারী ডাবলু’র শুভেচ্ছা

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =

Contact Us