শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া কারাগারে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। বগুড়া কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মৃত আওয়ামী লীগ নেতার নাম শহিদুল ইসলাম রতন (৫৫)। তিনি বগুড়া সদর উপজেলার গোদারপাড়া (দক্ষিণ) এলাকার মৃত কলিমউদ্দিনের ছেলে। তিনি বগুড়া ১৫ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের এক নেতা।
গত ৪ অক্টোবর বিস্ফোরক মামলায় অভিযুক্ত শহিদুল ইসলামকে বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জেল সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, এখানে আসার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ ও শ্বাসকষ্ট ছিল। কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে রাত ২টার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। সুরতহাল ও ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই জেল সুপার।