Home / খেলাধুলা / মোস্তাফিজকে ছেড়ে দেয়ার যে ব্যাখ্যা দিলো চেন্নাই

মোস্তাফিজকে ছেড়ে দেয়ার যে ব্যাখ্যা দিলো চেন্নাই

শেরপুর নিউজ ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মেগা নিলামের আগে পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। তবে এই তালিকায় টাইগার পেসার মোস্তাফিজুর রহমান, কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রসহ বেশ কয়েকজনের জায়গা হয়নি। এবার রিটেনশন নিয়ে নিজেদের ব্যাখ্যা দিয়েছে চেন্নাই।

এবার ঋতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে চেন্নাই। এ ছাড়া এবারের নিয়ম অনুযায়ী, আরো একজন ক্রিকেটারকে আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে তারা। যদিও চেন্নাইয়ের ভাণ্ডারে খুব বেশি টাকা নেই। তাদের হাতে আর মাত্র ৫৫ কোটি টাকা আছে। আর এই টাকায় যে বড় মাপের ক্রিকেটার পাওয়া যাবে না, তা অকপটে স্বীকার করেছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন।

তার ভাষ্যমতে, ‘আমরা জানতাম, এদের দলে রাখলে আমরা অন্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারব না। বিশেষ করে যদি সেটা সেরা ভারতীয় প্লেয়ারদের দলে নেওয়ার প্রসঙ্গে হয়। আমরা চেষ্টা করব ঠিকই। কিন্তু আমার মনে হয় না, নিলাম থেকে সেরা ভারতীয় ক্রিকেটার তুলতে পারব।’

চেন্নাইয়ের সিইও আরো বলেন, ‘আমরা অধিনায়ক ঋতুরাজ, ধোনি এবং স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রিটেনশনের আগে এই বিষয়ে কথা বলেছি। আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল, কোন প্লেয়াররা গত বছর আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ভবিষ্যতে সাহায্য করতে পারে। তাই রিটেনশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না।’

আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় মেগা এই নিলাম হবে। কিন্তু কে কোন দলে যাবেন, এখন থেকেই চলছে সেই আলোচনা।

এদিকে সর্বশেষ আসরের নিলামে একেবারে শেষদিকে ফিজের নাম তোলা হয়। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে শুরুতেই তাকে বিট করে চেন্নাই। তবে অন্য কোনো আগ্রহ দেখায়নি।

চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে ছিলেন কাটারমাস্টার। তবে আসন্ন আসরে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি চেন্নাই কর্তৃপক্ষ।

Check Also

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Contact Us