Home / কৃষি / হারিয়ে যাচ্ছে গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ

হারিয়ে যাচ্ছে গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে জীবনে নেমে এসেছে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের ছোঁয়া ও লেগেছে কৃষিতে সারিয়াকান্দি উপজেলা সহ আশেপাশের উপজেলা গুলো গ্রামগঞ্জে সকালে কাঁধে লাঙ্গল জোয়াল আর জোড়া গরুর দড়ি হাতে নিয়ে মাঠে যেতে আর দেখা যায় না কৃষকদের। তাই দিন দিন হারিয়ে যাচ্ছে লাঙ্গল দিয়ে হাল চাষ কৃষি প্রধান বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে লাঙ্গল জোয়াল জমি চাষ।

আধুনিকতার সঙ্গে সঙ্গে হাল চাষের পরিবর্তনে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয়। বিভিন্ন জেলায় উপজেলায় বাণিজ্যিকভাবে কৃষক গরু পালন করতো হালচাষ করার জন্য। আবার কিছু কৃষক গবাদিপশু দিয়ে হালচাষকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। অনেকে আবার তিল,সরিষা,কলায় ও আলু চাষের জন্য ব্যবহার করতো নিজের হাল। নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হাল চাষ করে তাদের সংসারের ব্যয়ভার বহন করতেন হালের গরু দিয়ে দরিদ্র কৃষক চাষ করে ফিরে পেতে তাদের পরিবারের স্বচ্ছলতা আগে দেখা যেত কাক ডাকা ভোরে কৃষক গরু, লাঙ্গল ও জোয়াল কাঁধে নিয়ে মাঠে বেরিয়ে পড়তো। এখন আর চোখে পড়ে না গরুর লাঙ্গল দিয়ে চাষাবাদ, জমির চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যেই পাওয়ার টিলার সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষ করছে জমি চাষাবাদ। তাই কৃষকরা এখন পেশা পরিবর্তন করে অন্য পেশায় ঝুকছেন।

ফলে দিন দিন কমে যাচ্ছে গরুর, লাঙ্গল, জোয়াল দিয়ে জমি চাষ সারিয়াকান্দি উপজেলার তিতপরল গ্রামের কৃষক কালু আকন্দ গণমাধ্যম কে জানায় আধুনিক যন্ত্রপাতি থেকে লাঙ্গলের চাষ বেশ ভালো হয় জমির উর্বরতা শক্তি বৃদ্ধি ও ফসলের চাষাবাদ করতে সার কীটনাশক ও সাশ্রয় পায় কষ্ট হলেও গরু দিয়ে হাল চাষ করতে খুব ভালো লাগতো আর ফিরে পাবো না সেই দিন গুলো এভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঙ্গল দিয়ে জমি চাষ।

Check Also

চলনবিলে সরিষার চাষাবাদ নিয়ে চিন্তিত কৃষক

শেরপুর নিউজ ডেস্ক: দফায় দফায় বন্যা আর বৃষ্টির কারণে দেশের বৃহত্তম চলনবিলের বিভিন্ন স্থানে চাষাবাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =

Contact Us