সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর

বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ হলো। (মঙ্গলবার) সন্ধ্যায় দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটি চলবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের বিপিএলের ৭টি দল হচ্ছে- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে খেলবে রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটাল।

দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়, সন্ধ্যার ম্যাচ সাড়ে ছয়টায়। তবে শুক্রবারের দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটায় ও সন্ধ্যার ম্যাচ সাতটায়।

গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচ হবে মিরপুরে। এরপর সিলেটপর্ব। সেখানে গ্রুপ পর্বের ১২ ম্যাচ খেলবে দলগুলো। সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। পরে চট্টগ্রামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।

Check Also

বার্সার নাটকীয় জয়ে মাদ্রিদের স্বপ্নভঙ্গ

  শেরপুর নিউজ ডেস্ক:   নাটকীয় উত্তেজনা আর একের পর এক পাল্টাপাল্টি আক্রমণের শেষে, জুলস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us