সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / যত্রতত্র পলিথিন ব্যবহার পরিবেশের জন্য খুবই ক্ষতিকর-হারেজ

যত্রতত্র পলিথিন ব্যবহার পরিবেশের জন্য খুবই ক্ষতিকর-হারেজ

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের উলিপুর আমেরিয়া সমতুল্ল্যাহ মহিলা সিনিয়র (ফাজিল) মাদ্রাসার সভাকক্ষে এর আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ পরিবেশের জন্য পলিথিন ব্যবহার না করার অঙ্গীকার করেন।

এতে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ।

প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে বসুন্ধরা শুভসংঘের নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি অরাজনৈতিক-সামাজিক এই সংগঠনটির পাশে থাকার ঘোষণা দেন।

মাহবুবার রহমান হারেজ বলেন, যত্রতত্র পলিথিন ব্যবহার পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাই পাটজাত পণ্যের মাধ্যমে বিকল্প তৈরি করতে হবে।

পাশাপাশি সেটি ব্যবহারে গণসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাদ্রাসার প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক জিল্লুর রহমান, দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, সাধুবাড়ী সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম, হাবিবুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য গোলাম রব্বানী, ডা. গোলাম সারোয়ার,শিক্ষার্থী ফাহমিদা আক্তার প্রমুখ।

Check Also

শেরপুরে ইউনিয়ন জামায়াতের যুব ইউনিটের দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী গাড়িদহ ইউনিয়ন যুব ইউনিট এর দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্টিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =

Contact Us