নন্দীগ্রাম( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার নন্দীগ্রামে বিথী খাতুন নামে দশম শ্রেণির ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো।
জানা গেছে, বিথীর পিতা-মাতা তাকে বিয়ে দেওয়ার কথা বললে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মায়ের ওপর অভিমান করে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সে সবার অজান্তে নিজ বাড়িতে বিষপান করে। পরে তার মা বিষপানের বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে বিথী খাতুনের মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, দশম শ্রেণির ছাত্রী বিথী খাতুন বিষপানে আত্মহত্যার ঘটনা শুনেছি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটলে বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়।