শেরপুর নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারাটেক্স ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটা দিকে স্থানীয় খাঁপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।
এসময় প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেন তারা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দুই মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না তারা। মালিক পক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়ে তা পরিশোধ করছে না। এদিকে পাওনা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা। বাড়ির মালিক, দোকানদারদের চাপে বেসামাল পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা। এ অবস্থায় বাধ্য হয়ে মহাসড়কে নেমেছেন আন্দোলনরত শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। এখন কারখানার সামনে অবস্থান করছেন তারা। সমস্যা সমাধানে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়ান আছে।