সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / শেরপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

শেরপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুরের নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় দ্রুত গতির পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০), একই উপজেলার সাহাপুর গ্রামের আবুল কাসেমের ছেলে অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে শেরপুর সদর থানার সামনে সিএনজি স্ট্যান্ড থেকে একটি অটোরিকশা ময়মনসিংহে রওনা হয়। ওই অটোরিকশায় চালকসহ ৬ যাত্রী ছিলেন। অটোরিকশাটি পাইস্কা বাইপাস হয়ে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উঠার সময় ময়মনসিংহ থেকে আসা একটি দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা আহতদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় শিশু তায়েবা ও তাজেন মিয়া ঘটনাস্থলে মারা যায়। আহত অন্য ৪ জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে অটোচালক আলাল উদ্দিন মারা যান। হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যায় সুবিনা বেগম।

অন্যরা ময়মনসিংহ মেডিকেলে ভর্তি রয়েছেন। তারা হলেন- নিহত তায়েবার বড় বোন তোয়া (১৬), ছোট ভাই আদনান ছাবিদ (৩) ও মা উম্মে সালমা (৪০)।

নকলা থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে দুজন এবং ময়মনসিংহে আরও দুজন মারা যান। মরদেহগুলো নকলা থানায় রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

কমতে পারে ইন্টারনেটের দাম

শেরপুর নিউজ ডেস্ক: ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =

Contact Us