Home / খেলাধুলা / ভালো খেলেও হারল বাংলাদেশ

ভালো খেলেও হারল বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক:

এক বছর ২৭ দিন পর সেই একই মাঠ। বসুন্ধরা কিংস অ্যারিনা। মুখোমুখি বাংলাদেশ-মালদ্বীপ। গত বছরের ১৭ অক্টোবর এ মাঠেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মালদ্বীপ দলের জন্য ওই ম্যাচটাই ছিল শেষ। এরপর গতকালের আগে এক বছর ২৬ দিনের মধ্যে আন্তর্জাতিক ফুটবল মাঠে খেলতে নামেনি দলটা। এমনকি ঘরোয়া ফুটবলেও তাদের খেলা হয়নি। স্থানীয় দিবেহি লিগ গত ডিসেম্বরে শেষ হয়েছে। এরপর আর কোনো ফুটবল নেই মালদ্বীপে। অথচ কী অবলীলায় ম্যাচটা খেললেন মালদ্বীপের ফুটবলাররা। ছিনিয়ে নিলেন ১-০ গোলের দারুণ এক জয়। বসুন্ধরা গ্রুপ ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ম্যাচের প্রথমটা জিতে এগিয়ে গেল মালদ্বীপ।

ম্যাচের ফলটা ছিনিয়ে নেওয়ার মতোই ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণের পর আক্রমণে গোলের সুযোগ তৈরি করে বসুন্ধরা কিংস অ্যারিনা মাতিয়ে রাখেন তপু বর্মণরা। গতিতে কিংবা বল দখলের লড়াইয়ে মালদ্বীপের চেয়ে এগিয়ে ছিল স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। প্রস্তুতি যে ভালো ছিল, তাতে সন্দেহ নেই। রাকিব মাঠের এ মাথা-ও মাথা দৌড়েছেন বুলেট গতিতে। ফাহিম, মোরসালিনরা বার বারই গতিতে পরাজিত করেছেন মালদ্বীপের ফুটবলারদের। কিন্তু ফুটবল তো আর অ্যাথলেটিকস নয়, যে দৌড় দিলেই জেতা যাবে। এটা গোলের খেলা। তারপরও বাংলাদেশের খেলা উপভোগ করেছেন দর্শকরা। তারা উৎসব করেছেন, অপেক্ষা করেছেন, এই বুঝি গোলটা হয়ে যায়! কিন্তু হয়নি। মালদ্বীপের কোচ আলি সুজেইনও বাংলাদেশের খেলার বেশ প্রশংসা করেছেন। তবে বিজয়ীর হাসিটা হাসলেন তিনিই। ৪৫ বছরের ইতিহাসে মালদ্বীপ প্রথমবার কোনো ম্যাচ জিতল ঢাকার মাঠে। কেবল কোচ নন, পুরো মালদ্বীপই বিজয়ীর হাসি হাসছে।

বসুন্ধরা কিংস অ্যারিনায় গতকাল ম্যাচের সাত মিনিটেই তিনবার গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। তিনবারই ব্যর্থ হয় বল জালে জড়াতে। ফাহিম, রাকিবরা ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন।
গত বছরের অক্টোবরে বসুন্ধরা কিংস অ্যারিনাতেই শেষ ম্যাচ খেলেছিল মালদ্বীপ। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে তারা। এ সময়ের মধ্যে বাংলাদেশ ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়া, লেবানন, ফিলিস্তিনের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ছয়টি ম্যাচ খেলেছে। লেবাননের বিপক্ষে হোম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও বাকি ম্যাচগুলো হেরেছে। বাছাইপর্বের মিশন শেষ করে গত সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। একটিতে জয় ও একটিতে পরাজয়। একদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে এক বছর দূরে থাকে মালদ্বীপ। অন্যদিকে এ সময়ের মধ্যে আটটি হাইভোল্টেজ ম্যাচ খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু গতকাল খেলার মাঠে মালদ্বীপের ফুটবলারদের দেখে কেউ বলতে পারেনি, তাদের পায়ে জঙ ধরেছে। ম্যাচের ১৮ মিনিটে গোল করে তার প্রমাণও দিয়ে দেয় মালদ্বীপ। ডি বক্সের ডান কোণের কয়েক গজ বাইরে থেকে হামজা মোহাম্মদের নেওয়া ফ্রি কিকে ছোটো ডি বক্সের ভিতর থেকে হেডে বল জালে জড়ান আলি ফাসির। এক সেট পিসেই পিছিয়ে যায় বাংলাদেশ।

তপু বর্মণদের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বড় গলায় নিজেদের শতভাগ প্রস্তুতির খবর দিয়েছিলেন। দাবি করেছিলেন, দলে কোনো সমস্যা নেই। এমনকি ম্যাচের পরও বললেন, প্রস্তুতি যেমন হয়েছে তার চেয়ে বেশিই খেলেছেন ফুটবলাররা। কিন্তু কী হলো! ম্যাচের শুরুতেই যে পিছিয়ে গেল! আক্রমণের সংখ্যায় কিংবা বল দখলের লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত ফুটবল তো গোলেরই খেলা। গোল নেই তো ম্যাচও নেই।

বসুন্ধরা কিংস অ্যারিনার হাজার হাজার দর্শক ম্যাচজুড়ে তপুদের সমর্থন জুগিয়েছেন। গোলের জন্য উৎসাহ দিয়েছেন। গলা ফাটিয়ে চিৎকার করেছেন। কিন্তু ম্যাচ শেষে শূন্য হাতেই বাড়ি ফিরতে হলো সমর্থকদের। আরও একটা সুযোগ আছে বাংলাদেশের। আগামী শনিবার ফের বসুন্ধরা কিংস অ্যারিনায় মুখোমুখি হবে বাংলাদেশ-মালদ্বীপ। সামনের ম্যাচটা জিতে অন্তত সমতায় শেষ করতে চান কোচ কাবরেরা। পারবে কি বাংলাদেশ?

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Contact Us