সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণায় অভিযোগ জানানোর আহ্বান

সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণায় অভিযোগ জানানোর আহ্বান

শেরপুর নিউজ ডেস্ক: কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার সত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ড করছে বলে নজরে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর। বিষয়টি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাই এমন প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার সত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধুমাত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যেকোনো ব্যবসা সংক্রান্ত কোন প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।

এতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধুমাত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যেকোনো ব্যবসা সংক্রান্ত কোন প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।

এসব প্রতারক থেকে সতর্ক থাকতে ও অভিযোগ জানাতে আহ্বান জানিয়েছে আইএসপিআর। এজন্য ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Check Also

হজ নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর

শেরপুর নিউজ ডেস্ক: এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। আগামী ৩০ নভেম্বরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fifteen =

Contact Us