Home / রাজনীতি / উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসরদের থাকার অধিকার নেই : গোলাম পরওয়ার

উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসরদের থাকার অধিকার নেই : গোলাম পরওয়ার

শেরপুর নিউজ ডেস্ক:
ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নবনিযুক্ত সদস্যদের বিষয়ে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের দশানী ঐতিহাসিক পচা দিঘির পাশে খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠে বাগেরহাট জেলা শাখার রোকন সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা দেশের আলেম-ওলামাদের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোসর ছিলেন, আমলা হিসেবে ব্যুরোক্রেসিতে, জুডিশিয়ারিতে যারা ফ্যাসিবাদের দোসর থেকে পারপাস সার্ভ করেছে এমন প্রমাণ থাকা সত্ত্বেও ওই সব ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে পদে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এ জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কমপক্ষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন এবং নির্বাচন কমিশনের সংস্কার না করে নির্বাচন হলে ১৪, ১৮ এবং ২৪-এর মতো নির্বাচন হবে। সব দলের ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ হটানোর আহ্বান জানান জামায়াতের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল।

প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত বাগেরহাটের জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন। জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলীম, মনজুরুল হক প্রমুখ।

Check Also

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

শেরপুর নিউজ ডেস্ক:জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

Contact Us