Home / বগুড়ার খবর / শেরপুরে চুরি যাওয়া ৪টি ব্যাটারি ও অটোভ্যান উদ্ধার -আটক ২

শেরপুরে চুরি যাওয়া ৪টি ব্যাটারি ও অটোভ্যান উদ্ধার -আটক ২

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪টি ব্যাটারি ও অটোভ্যান উদ্ধার ও এই ঘটনার সাথে জড়িত আব্দুল মাজেদ ও সুমন নামের ২জনকে আটক করেছে।
শেরপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলার আবুল কাশেমের ছেলে লালন সরকার গত বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন যে, তার অটোভ্যান বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ধুনট মোড় আব্দুস সালামের রড সিমেন্টের দোকানের সামনে থেকে চুরি হয়েছে। এই ঘটনায় শেরপুর থানায় একটি চুরির মামলা (মামলা নং ১১) রুজু হয়। ওই মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই শাহাদত রাতেই অভিযান চালিয়ে উপজেলার কুসুম্বী পশ্চিমপাড়ার আলহাজ¦ শহিদুল ইসলামের ছেলে আব্দুল মাজেদ (৪২) কে আটক করে। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ব্যাটারি সহ অটোভ্যানটি পৌরশহরের শ্রীরামপুরপাড়ার মৃত জমশের আলীর ছেলে সুমনের নিকট বিক্রি করেছে। পরবর্তিতে পুলিশ পৌরশহরের কলেজ রোডে অবস্থিত শেরপুর অটোজ থেকে ৪টি ব্যাটারি ও অটোভ্যান উদ্ধার সহ সুমন (৩৪) কে আটক করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযানে নেমে পড়ে। অল্পসময়ের মধ্যেই আসামি গ্রেফতারের পর মালামাল উদ্ধার করা হয়েছে।

Check Also

পলিথিন ব্যবহার বন্ধ না করলে আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে : ডিসি বগুড়া

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেছেন, জীবন সহজ করতে গিয়ে আমরা জীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 8 =

Contact Us