Home / উন্নয়ন / বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল

শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এ নিয়ে ভারতের পর দ্বিতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করলো হিমালয়ের দেশটি। শুক্রবার (১৫ নভেম্বর) ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় নেপাল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষের বরাত দিয়ে চীনের প্রভাবশালী সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের কাছে মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে নেপাল। বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই। তাই ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ আসছে। এরপর ২০২৫ সালের ১৫ জুন থেকে আবারো বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল।

গত অক্টোবরের শুরুতে বাংলাদেশ, ভারত, নেপালের মধ্যে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তি হয়। সে অনুযায়ী, ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল। ভারতের গ্রিডের সঙ্গে বাংলাদেশের গ্রিডের সংযোগে খুব বেশি বাড়তি ক্যাপাসিটি নেই। ফলে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারবে নেপাল।

দেশটি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে ৮ দশমিক ১৭ রুপিতে। যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। কিন্তু ভবিষ্যতে সঞ্চালন লাইনের ক্যাপাসিটি বাড়লে নেপাল আরো বেশি বিদ্যুৎ পাঠাতে পারবে। মুখপাত্র চন্দন কুমার ঘোষ বিষয়টি জানিয়েছেন।

এর আগে নেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়। এদিন এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। এতে ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগর মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান এবং নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাড়কা অংশ নেন।

২০২৩ সালের মাঝামাঝিতে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের (প্রচণ্ড) ভারত সফরে এই বিদ্যুৎ রপ্তানির সিদ্ধান্ত হয়। সেসময় দুই দেশ আঞ্চলিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সংযোগ জোরদার করার প্রতিশ্রুতি দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে সরবরাহ করার পরিকল্পনা করা হয়।

এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩ অক্টোবর কাঠমান্ডুতে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি সই হয়। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো-নেপাল ইলেকট্রিসিটি অথোরিটি (এনইএ), বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম (এনটিপিসি)।এই চুক্তি বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু করার পথ সুগম করে এবং উপ–আঞ্চলিক জ্বালানি সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ উপ-আঞ্চলিক সহযোগিতার একটি মডেল হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল বিদ্যুৎ সরবরাহের বিষয় নয়, বরং অঞ্চলগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির একটি বড় পদক্ষেপ।

নেপাল উদ্বৃত্ত জলবিদ্যুৎ বাংলাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ করতে সক্ষম হবে। ভারতীয় গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন অঞ্চলে সুষম বণ্টনের কার্যকর উদাহরণ হয়ে থাকবে এটি। এই বিদ্যুৎ সরবরাহ উদ্যোগ আরো বড় পরিসরে জ্বালানি সহযোগিতার সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আঞ্চলিক বিদ্যুৎ বাজারের উন্নয়ন এবং নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হওয়ার আশা করা হচ্ছে।

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনটি দেশই উপকৃত হবে। বাংলাদেশ তার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম হবে। নেপাল জলবিদ্যুৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারবে। আর ভারত আঞ্চলিক বিদ্যুৎ সংযোগের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করে প্রতিবেশী দেশগুলো।

Check Also

বঙ্গবন্ধু রেলসেতুর উদ্বোধন ডিসেম্বরে, ট্রেন চলবে ১২০ কি.মি. গতিতে

শেরপুর নিউজ ডেস্ক: মূলকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রেললাইন বসানোও। এখন চলছে চূড়ান্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − two =

Contact Us