Home / খেলাধুলা / এক ইনিংসে ১০ উইকেট শিকার করে রেকর্ডবুকে নাম লেখালেন অংশুল

এক ইনিংসে ১০ উইকেট শিকার করে রেকর্ডবুকে নাম লেখালেন অংশুল

শেরপুর নিউজ ডেস্ক:

এক ইনিংসে ১০ উইকেট শিকার যেকোনো বোলারের কাছে স্বপ্ন। এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন ভারতের পেসার অংশুল কামভোজ। দেশটির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে এমন কীর্তি গড়েছেন তিনি।

শুক্রবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এক ইনিংসেই সব উইকেট নিয়েছেন অংশুল। একাই প্রতিপক্ষ কেরালার পুরো ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিন তিনি। এর মাধ্যমে রেকর্ডবুকেও নাম লেখালেন হরিয়ানার ২৩ বছর বয়সী বোলার।

দেশটির ঘরোয়া ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এমন নজির গড়লেন অংশুল। রেকর্ডময় ম্যাচে তার বোলিং ফিগারও ছিল চোখে পড়ার মতো। মাত্র ৪৯ রান খরচায় ১০ উইকেট নেন তিনি। যা তার ক্যারিয়ারসেরা বোলিং।

১৯৮৫-৮৬ রঞ্জি মৌসুমের পর এই প্রথম দেখা মিলল এ রেকর্ডের। সেসময় সাবেক ভারতীয় পেসার প্রদীপ সুধীরাম এমন সাফল্যের দেখা পেয়েছিলেন। এর আগে ১৯৫৬-৫৭ মৌসুমে প্রথম পেসার হিসেবে আসামের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন পেসার প্রেমাংশু চ্যাটার্জি।

শুধু ঘরোয়া ক্রিকেট নয়, আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে এমন রেকর্ড। ইংল্যান্ডের জিম লেকার, ভারতের অনীল কুম্বলে ও নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েন। অবশ্য তাদের তিনজনই টেস্টে এই রেকর্ড গড়েছিলেন। এদের মধ্যে একমাত্র এজাজ এখনও ক্রিকেট খেলছেন।

Check Also

বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ হলো। (মঙ্গলবার) সন্ধ্যায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 19 =

Contact Us