সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / ডিসেম্বরের মধ্যে দেশের সব থানায় কমিটি দেবে জাতীয় নাগরিক কমিটি

ডিসেম্বরের মধ্যে দেশের সব থানায় কমিটি দেবে জাতীয় নাগরিক কমিটি

শেরপুর নিউজ ডেস্ক: সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নাগরিক কমিটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী মাসের মধ্যেই বাংলাদেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে। নতুন বাংলাদেশ তৈরির জন্য সবাই প্রস্তুত হোন। বাংলাদেশ পুনর্গঠন করুন।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের সবকটি বিভাগে থানা পর্যায়ে কমিটি গঠনের কাজ শেষ করা হবে।

এর আগে, গত ২ নভেম্বর জাতীয় নাগরিক কমিটি ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। এতে বলা হয়, সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন। কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা (৫ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। এ ছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্বও থাকবে কমিটিতে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ গঠনের লক্ষ্য নিয়ে সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।

 

Check Also

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের

শেরপুর নিউজ ডেস্ক: অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 13 =

Contact Us