সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় ৫০০ বস্তা নকল সার-উপকরণ জব্দ, আটক দুই

বগুড়ায় ৫০০ বস্তা নকল সার-উপকরণ জব্দ, আটক দুই

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া পৌরশহরের গোদরপাড়ায় নকল সার ও কীটনাশক তৈরির এক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (১৬ নভেম্বর) রাতে নামহীন ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে কারখানায় বস্তায় বস্তায় রাখা পাথর, মাটি ও সিমেন্ট পাওয়া যায়, যা দিয়ে তৈরি হতো নকল টিএসপি সার ও কীটনাশক। নামি-দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে ছাড়া হতো বাজারে। এসময় দেড়শ’ বস্তা নকল টিএসপি সার, প্রায় ৪শ’ বস্তা ভেজাল উপকরণসহ অন্তত ১৭টি কীটনাশক ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক গৌতম ও সুলতান পালিয়ে গেলেও আটক করা হয় দুই শ্রমিককে।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ এই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ‘অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বগুড়ায় নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত করেছে আমরা ক’জনস শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =

Contact Us