সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / নীলফামারীতে পিতা হত্যা অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

নীলফামারীতে পিতা হত্যা অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

নীলফামারীতে নিজ সন্তানের দ্বারা পিতা হত্যার ঘটনায় জেলার ডোমার থানায় চাঞ্চল্যকর হত্যা মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত সন্তানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের চৌকস আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে ঢাকাস্থ গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকা থেকে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামী আবু বক্কর সিদ্দিককে (২৬) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক জেলার ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া (সীমান্তপাড়া) এলাকার মৃত রবিউল ইসলামের (সাবুল) ছেলে।

রবিবার (১৭ নভেম্বর) র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২ নীলফামারী অধিনায়ক পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. ওমর ফারুক।

মামলার সূত্রে জানা যায়, গেল ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের সঙ্গে পিতা ভিকটিম রবিউল ইসলামের (সাবুল) খেড়ের পালা দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতার উপর ক্ষিপ্ত হয়ে ধারালো ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী প্রতিবেশীদের সহযোগীতায় রবিউল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মৃত রবিউল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে ডোমার থানা পুলিশ।

 

Check Also

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পুর্তি

শেরপুর নিউজ ডেস্ক: আজ ২৪ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us