Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / রায়গঞ্জ / রায়গঞ্জে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

রায়গঞ্জে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

শেরপুর নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকসহ চার নেতাকে দল থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় আরও চারজনকে সতর্ক করেছে জেলা বিএনপি।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপত্রে বলা হয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ভোট ডাকাতি, জালিয়াতি ও সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে ইউনিয়ন পরিষদে অবৈধভাবে দায়িত্বভার গ্রহণে সহযোগিতা করার অভিযোগে গঠিত জেলা বিএনপির তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নুল হক, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ খান, সাবেক সভাপতি হাফিজুর রহমান আকন্দ ও উপদেষ্টা কামরুল ইসলাম বাবলুকে দলের সব পদ থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হলো।

একই ঘটনার তদন্তে অসহযোগিতার অভিযোগে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ছেলে ও জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি খন্দকার শামিউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক আবু সামাকে তিরস্কারসহ ভবিষ্যতের জন্য সর্তক করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শেখ হাসিনা সরকারের দোসর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে অবৈধভাবে পরিষদে দায়িত্বভার গ্রহণে সহযোগিতার বিষয়টি সন্দেহাতীতভাবে তদন্তে প্রমাণিত হওয়ায় চারজনকে তিন মাসের জন্য অব্যাহতি ও তদন্তে অসহযোগিতার অভিযোগে আরও চারজনকে সর্তক করা হয়েছে।

Check Also

রায়গঞ্জে চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 4 =

Contact Us