সর্বশেষ সংবাদ
Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / রায়গঞ্জ / রায়গঞ্জে অভিযুক্ত অটো রাইচ মিল পরিদর্শন করলেন পরিবেশ কর্মকর্তা

রায়গঞ্জে অভিযুক্ত অটো রাইচ মিল পরিদর্শন করলেন পরিবেশ কর্মকর্তা

আশরাফ আলী রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অটো রাইচ মিলের বিষাক্ত পানি, বর্জ্য, ছাঁই ও কালো ধোঁয়ায় ফসলের ক্ষতির অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা । সোমবার বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরকার পাড়া এলাকায় রিয়া অটো রাইচ মিল ও ক্ষতিগ্রস্ত আবাদি ফসলী জমি পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক আব্দুল গফুর ও সাব ইন্সপেক্টর শাহিন হোসেন।

পরিদর্শনকালে সহকারী পরিচালক বলেন, অভিয়োগের ভিত্তিতে সরেজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করলাম। অতি দ্রুতই এ বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট যাথাযথ ব্যাবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে। এ সময় ভুক্তভোগী ও অভিযুক্ত রিয়া অটো রাইস মিলের কর্তৃপক্ষসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Check Also

রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আশরাফ আলী, রায়গঞ্জ: সাপ্তাহিক সোনার বাংলা’র প্রতিনিধি মো. আবুল কালাম বিশ্বাস আহ্বায়ক ও দৈনিক মানব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =

Contact Us