সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সেমিনার রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম প্রমুখ।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুন, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাহাবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা, উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমানসহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওই সময় উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন বিষয়ের উপরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও অবৈধ ইট ভাটা,কৃষি জমি নষ্ট করে অবৈধ ভাবে মাটি উত্তোলনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে উপজেলা ভূমি অফিস, আড়িয়া ভূমি অফিস, আড়িয়া ইউনিয়ন পরিষদ,বামুনিয়া চাঁদবাড়িয়া আশ্রয়ন প্রকল্প,আড়িয়া রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরকারী দপ্তর ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

Check Also

শেরপুরে প্রাইম ব্যাংকের বিনামুল্যে চক্ষু চিকিৎসা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে সমাজের সুবিধা বঞ্চিত ১২০০ নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা সেবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

Contact Us