সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / কোনো ব্যাংক বন্ধ হবে না: ড. সালেহউদ্দিন

কোনো ব্যাংক বন্ধ হবে না: ড. সালেহউদ্দিন

শেরপুর নিউজ ডেস্ক:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে কোনো ব্যাংক বন্ধ হবে না। তবে কিছু ব্যাংক ভালোভাবে পুনরুদ্ধার হচ্ছে এবং অন্যরা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি এবং ব্যাংকিং খাতে সংশোধন করা হচ্ছে। ইসলামী ব্যাংক পুনরুদ্ধারের পথে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যাংক বন্ধ করার কোনো ইচ্ছা নেই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা এবং আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে হারানো আস্থা ফিরিয়ে আনা। সৎ ব্যবসায়ীদের ভয়ের কোনো কারণ নেই।

অর্থ উপদেষ্টা বলেন, যারা সঠিকভাবে ঋণ পরিশোধ করেন এবং কর দেন তাদের কোনো সমস্যা হবে না। যারা বিগত সরকারের আমলে বিভিন্ন ফাঁক-ফোকর কাজে লাগিয়েছে, তারাই এখন ভয় পাচ্ছে।

এসময় অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Check Also

বিশ্বে ডলারের দাম আরও বাড়লো

শেরপুর নিউজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন ডলারের মূল্য ঊর্ধমুখী। বৃহস্পতিবার (১৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + thirteen =

Contact Us