সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / প্রথমবার সচিবালয়ের বৈঠকে গেলেন প্রধান উপদেষ্টা

প্রথমবার সচিবালয়ের বৈঠকে গেলেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে সভাপতিত্ব করছেন ড. মুহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে এটি তাঁর প্রথম বৈঠক।

বুধবার (২০ নভেম্বর) সকালে সচিবালয়ের ছয় নং ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, এদিন প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অভ্যর্থনা জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা।

গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে সচিবালয়সহ আশেপাশের এলাকায়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

Check Also

হজ অ‍্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us