শেরপুর নিউজ ডেস্ক: ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
বুধবার (২০ নভেম্বর) একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এসময় কথা বলেন রাজনীতি, কৃষিসহ নানা বিষয় নিয়ে।
সারজিস আলম বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনভাবে রাজনীতি করতে দেয়া হবে না। এসময় রাজনৈতিক স্থিতিশীলতায় ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল আসা উচিত বলেও জানান সারজিস আলম। আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনীতিতে আসলে দ্বিতীয় অভ্যুথান হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।