শেরপুর নিউজ ডেস্ক:
ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। এই গোলে অ্যাসিস্ট লিওনেল মেসির। এই সহায়তা করেই নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড ছুঁলেন মেসি। এতদিন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার ল্যান্ডন ডনোভান এই তালিকায় শীর্ষে ছিলেন। এবার যৌথভাবে তার সঙ্গে শীর্ষে মেসি।
১৫৭টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন ডনোভান। অন্যদিকে ১৯১ ম্যাচ খেলে তাকে ছুঁলেন মেসি। ১২৮ ম্যাচ খেলে এই তালিকার তিনে নেইমার (৫৭ অ্যাসিস্ট)।
মেসি-নেইমার ছাড়া বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনের সবচেয়ে বেশি অ্যাসিস্ট। তার পাশে ৪৯ অ্যাসিস্ট রয়েছে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাসিস্ট ৪৮টি। আর ৪০ অ্যাসিস্ট নিয়ে মেসুত ওজিল অবসরে গেছেন, এ ছাড়া ডেভিড বেকহ্যামের অ্যাসিস্ট ৩৬টি।