Home / বিদেশের খবর / লুলাকে হত্যার ষড়যন্ত্র ব্রাজিলে ৪ সেনা গ্রেপ্তার

লুলাকে হত্যার ষড়যন্ত্র ব্রাজিলে ৪ সেনা গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে হত্যা পরিকল্পনার অভিযোগে দেশটিতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চারজন সেনাসদস্য ও একজন পুলিশ কর্মকর্তা। ২০২২ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে লুলা দ্য সিলভাকে তারা হত্যার পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। খবর বিবিসির।

গ্রেপ্তাররা প্রেসিডেন্টের অভিষেকের ঠিক দুই সপ্তাহ আগে ২০২২ সালের ১৫ ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা এবং তার ভাইস প্রেসিডেন্ট রানিংমেট জেরাল্ডো অ্যালকমিনকে হত্যা করার ষড়যন্ত্রের অংশ ছিল বলে অভিযোগ করা হয়েছে। ২০২২ সালের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি সে সময় ক্ষমতাসীন জাইর বলসোনারোকে অল্প ব্যবধানে পরাজিত করেছিলেন। যদিও বলসোনারো কখনোই প্রকাশ্যে তার পরাজয় স্বীকার করেননি। প্রেসিডেন্ট হিসেবে লুলা শপথ নেওয়ার এক সপ্তাহ পরে বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় এবং ভবনগুলোতে ভাঙচুর করে। পুলিশ শেষ পর্যন্ত দাঙ্গাকারীদের সেসব ভবন থেকে হটিয়ে দেয় এবং কয়েক হাজার দাঙ্গাকারীকে আটক করে।

২০২৩ সালের ৮ জানুয়ারির এসব ঘটনাগুলোর তদন্তের পাশাপাশি প্রেসিডেন্ট লুলাকে শপথ নেওয়া থেকে আটকানোর আগের কথিত নানা প্রচেষ্টার বিষয়ে ব্রাজিলে তদন্ত চলছে। তবে লুলাকে হত্যার পরিকল্পনার অভিযোগ এই প্রথম প্রকাশ করল পুলিশ।

Check Also

জমজমের পানি পানে নতুন নির্দেশনা সৌদির

শেরপুর নিউজ ডেস্ক: কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 2 =

Contact Us